"মৃত্তিকা ও ভূমিরুপ মানচিত্র" উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা এর জন্য গুরুত্বপূর্ণ অংশ। নির্দেশিকাতে উপজেলা ভিত্তিক ভূমি, মৃত্তিকা বিষয়ক নানা তথ্য থাকে। ৪র্থ শিল্প বিল্পবের সাথে তাল মিলিয়ে চলতে এই সকল তথ্য সম্বলিত মানচিত্র ডিজিটাল প্লাটফর্মে নেওয়া এবং এ বিষয়ক দক্ষ মানবসম্পদ তৈরি করা প্রয়োজন। তাই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, রাংগামাটি এর আয়োজনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, চট্টগ্রাম বিভাগের অধীন নবীন বৈজ্ঞানিক কর্মকর্তাদের জন্য "মৃত্তিকা ও ভূমিরুপ মানচিত্র" প্রণয়নে ম্যাপ ডিজিটাইজেশন লার্নিং সেশন আয়োজন করবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS